সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

india draw against malaysia

খেলা | ফিফা ফ্রেন্ডলিতে দিশাহীন ভারত, ঘরের মাঠে মালয়েশিয়ার সঙ্গে ড্র করলেন গুরপ্রীতরা 

Rajat Bose | ১৮ নভেম্বর ২০২৪ ০৩ : ১৪Rajat Bose


ভারত ১ মালয়েশিয়া ১
আজকাল ওয়েবডেস্ক:‌ ফিফা ফ্রেন্ডলিতে জয় অধরা ভারতের। ‘‌দুর্বল’‌ মালয়েশিয়ার সঙ্গে ১–১ ড্র করে বসল ঘরের মাঠে। সোমবার হায়দরাবাদের গাচ্চিবাউলি স্টেডিয়ামে খেলার শুরুতেই গোল খেয়ে যায় ভারত। গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর ভুলে শুরুতেই পিছিয়ে পড়ে ভারত। প্রসঙ্গত, চলতি বছর কোনও আন্তর্জাতিক ম্যাচ জিততে পারল না ভারত। ফের খেলা সেই নতুন বছরের মার্চে। এদিন ১৯ মিনিটে মালয়েশিয়াকে এগিয়ে দিয়েছিলেন পাওলো জোসুয়ে। ৩৮ মিনিটে হেডে সমতা ফেরান রাহুল ভেকে।


ফিফা ক্রমতালিকায় মালয়েশিয়া ভারতের নীচে। তবু প্রদর্শনী ম্যাচে দাপট দেখাতে ব্যর্থ ভারত। জেতার চেষ্টা ছিল বলেও মনে হয় না। শুরুতে এবং মাঝের কিছুটা আগ্রাসী খেললেও বেশির ভাগই ভরা ছন্নছাড়া ফুটবলে। সুনীল ছেত্রীর অভাব প্রতি ম্যাচেই প্রকট। ফারুক চৌধুরিকে স্ট্রাইকার হিসাবে খেলানোর পরিকল্পনা কাজে লাগছে না। রক্ষণের ভুলত্রুটি বেরিয়ে পড়ছে।
এদিন শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিল ভারত। উইং দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করছিল। লালিয়ানজুয়ালা ছাংতের পাস থেকে একটি সুযোগ পেয়েছিলেন আপুইয়া। কিন্তু গোল আসেনি। 


গুরপ্রীতের ‘‌সৌজন্যে’‌ গোল হজম করে ভারত। মালয়েশিয়ার অর্ধ থেকে একটি বল উড়ে আসে ভারতের অর্ধে। তখন ভারতের বেশির ভাগ ফুটবলারই বিপক্ষের অর্ধে। গুরপ্রীত অকারণে অনেকটাই এগিয়ে এসেছিলেন। বল মাটিতে পড়ে লাফানোর পর তিনি ধরতে পারেননি। পাশে থাকা সন্দেশ ঝিঙ্ঘানও কিছু করার মতো জায়গায় ছিলেন না। গুরপ্রীতের পাশেই ছিলেন জোসুয়ে। তিনি গুরপ্রীতকে অনায়াসে কাটিয়ে ফাঁকা গোলে বল ঠেলে দেন।


তবে এদিন ডান দিক থেকে ছাংতে এবং ভেকের যুগলবন্দি নজর কেড়েছে। অভিষেক ম্যাচ খেলতে নেমে নজর কেড়েছেন ইরফান ইয়াদওয়াদও। ভারত সমতা ফেরায় বিরতির সাত মিনিট আগে। কর্নার বিপক্ষের বক্সে ফেলেছিলেন ব্রেন্ডন ফের্নান্দেস। সেই ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন ভেকে। 


দ্বিতীয়ার্ধে ভারত গোল করার চেষ্টা করেনি, সেই মরিয়া লড়াইটা নজরে আসেনি। কোচ মানোলো মার্কুয়েজের কোচিংয়ে এটি চতুর্থ ম্যাচ ভারতের। এর আগের তিনটি সাক্ষাতে মরিশাসের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ভারত। সিরিয়ার কাছে ০–৩ হেরেছিল ইন্টার কন্টিনেন্টাল কাপে। আর ভিয়েতনামের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচে করেছিল ১–১ ড্র। এবার মালয়েশিয়ার সঙ্গে হল ড্র। এখনও জয়ের মুখ দেখলেন না মানোলো। 

 


Aajkaalonlineindiafootballindiadrawagainstmalaysia

নানান খবর

নানান খবর

‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?

'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?

দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ

আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা

সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ

টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের

খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও

আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো

৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই

ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে

লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট

ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ 

দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ

লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির 

বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের 

সোশ্যাল মিডিয়া